জনবান্ধব ও মডেল ইউনিয়ন পরিষদ গড়তে আসন্ন নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি প্রয়াত মতিউর রহমানের ছেলে নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন এরপর গত পাঁচ বছরে দৃশ্য মান উন্নয়নে বদলে গেছে ইউনিয়নটি। ২৯ টি মৌজার ৮০টি গ্রামে তাকালে দেখা যায় উন্নয়নের ছোঁয়া। ইতিমধ্যে তিনি প্রতিটি ওয়ার্ড পাড়া-মহল্লা, হাট-বাজার এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ উঠান বৈঠক করছেন। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপও শুরু করে দিয়েছেন দলের সিনিয়র নেতাদের বাসা ও অফিসে। শুধু তাই নয়, দলীয় নেতাকর্মীসহ ভোটারদের কাছে তুলে ধরছেন তার মানবিক গুণাবলী, জনপ্রিয়তা ও সরকারের উন্নয়নের ফিরিস্তি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সমর্থন আদায়ের পাশাপাশি ব্যাপক গণসংযোগও করছেন। জানতে চাইলে মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু বলেন, তাকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন এবং দি¦তীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবশিষ্ট কাজ গুলো সমাপÍ করবেন। সবসময় গণমানুষের পাশে থাকবেন বলেও জানান তিনি।