শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

সোহাগ সুখ পল্লীর উদ্যোগে ডোমার হাই স্কুলের দেয়ালে শোভা পাচ্ছে হাদিস, কোরআন ও মনীষীদের বাণী

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

নীলফামারীর ডোমারে আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অ-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সোহাগ সুখ পল্লী”র উদ্যোগে হাইস্কুলের দেয়ালে শোভা পাচ্ছে হাদিস, কোরআনসহ বিশিষ্ট মনিষীদের মধুর বানী। তাদের এধরণেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকসহ বিশিষ্ট সচেতন মহলের ব্যক্তিগণ। এ সব বাণী বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদে আকৃষ্ট করেছে। জানা যায়, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় শত বছর বয়সী একটি শিক্ষা প্রতিষ্ঠান। চতুরদিকে বাউন্ডারী দেয়ালের সাথে সুন্দর একটা মূল ফটোকের গেট চোখে পড়ার মতো। সোহাগ সুখ পল্লীর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান সোহাগ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যক্তিগত উদ্দ্যোগে সমস্ত বাউন্ডারীর দেয়াল পেইন্টিং করে নতুন করে সাজিয়ে গুছিয়ে প্রায় শতাধীক হাদিস, কোরআনের বাণিসহ বিশিষ্ট মনিষী বিশ্ব কবি রবিন্দ্র্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপদেশ ও সচেতনতা মূলক মধুর বানী গুলো দেয়ালে লিপিবদ্ধ করে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সকল মধুর বানী গুলো এক নজর পড়তে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ পথচারীরা ভীড় জমায়। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, নীলফামারী সদরে বিভিন্ন স্কুল কলেজের দেয়ালে জাতিয় শহীদ মিনার, স্মৃতি সৌধ্য, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবির পাশাপাশী কবিদের বাণী চিত্রাঙ্গণ করে ফুটিয়ে তুলেছে। তেমনীভাবে সোহাগ সুখ পল্লী’র এমন উদ্যোগ অবশ্যই প্রসংসনিয়। এতে করে আমাদের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই বাণীগুলো অন্তরে ধারণ করে চলতে পারলে সে আলোকিত মানুষ হয়ে উঠবে। আমাদের স্কুলের পিছনে মাঠে হৃদয়ে স্বাধীনতা ও শহীদ মিনার রয়েছে আগামীতে বাউন্ডারী দেয়াল হলে সেখানে লিখনীর কাজ করা হবে। এতে করে মানুষ অনেক কিছু জানতে ও শিখতে পারবে। সোহাগ সুখ পল্লীর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সোহাগ বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এলাকার গরিব, অসহায়া মানুষের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু, বৃক্ষ রোপন কর্মসূচি, প্রতিবন্ধী রোগীদের হুইল চেয়ার বিতরণ, করোনা কালীন সময়ে রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সেবা চালু, প্রতি শুক্রবার রাতে এলাকার ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমের পাশাপাশি এটিও আমাদের একটি ব্যতিক্রম উদ্যোগ। যাতে করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা হাদিস কোরআন ও মনিষীদের উপদেশ মূলক বাণীগুলো হৃদয়ে লালন করতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com