নওগাঁর বদলগাছীতে রবি/২০২১-২০২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,কৃষি কর্মকর্তা হাসান আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু সহ কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। রবি/ ২০২১-২০২২ মৌসুমে গম ৩৫০ জন, ভুট্টা ৮০০ জন, সরিষা ১২০০ জন, সূর্যমুখী ২৫০ জন, চিনাবাদাম ২০০ জন, মসুর ৪০০ জন, খেসারি ৬০০ জন, মুগ ৭০ জন, পেঁয়াজ ১৩০ জন সহ মোট ৪ হাজার জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমিতে চাষাবাদের জন্য প্রয়োজন মোতাবেক বীজ ও সার বিতরণ করা হয়।