সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়তে নিবন্ধন করলেন গাদ্দাফিপূত্র

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

লিবিয়ায় অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধন করেছেন দেশটির সাবেক শাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি। রোববার লিবিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাবাহ শহরে নির্বাচন কমিশন অফিসে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের আবেদন দাখিল করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম আল-মারশাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফির আবেদনপত্র দাখিল করার এক ভিডিও প্রকাশ করে। সাদা দাড়িশোভিত সাইফ আল-গাদ্দাফি এই সময় ঐতিহ্যবাহী লিবিয়ান পোশাক পরিহিত ছিলেন। আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের কথা রয়েছে। গত বছর ২৪ ডিসেম্বর জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে আলোচনায় স্থির হওয়া শর্ত অনুসারে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৮ নভেম্বর লিবিয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের নিবন্ধন শুরু হয়। জ্বালানি তেলসমৃদ্ধ লিবিয়ায় ২০১১ সালে আরব বসন্তের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ চার দশক দেশটি শাসন করা একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। গাদ্দাফি সামরিক পন্থায় বিক্ষোভকারীদের দমন করতে চাইলে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। গৃহযুদ্ধের এক পর্যায়ে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হলেও দেশটিতে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে। বিবাদমান পক্ষগুলোর মধ্যে সংঘর্ষ থেকে নতুন করে দ্বিতীয় পর্যায়ে ২০১৪ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটি ত্রিপোলিকেন্দ্রীক পশ্চিম ও তবরুককেন্দ্রীক পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। গত বছরের অক্টোবরে জাতিসঙ্ঘ উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত করে এবং দেশটির সংকট সমাধানে বিবাদমান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপের সূচনা করে। গত ৫ ফেব্রুয়ারি দীর্ঘ সংলাপের পর সুইজারল্যান্ডের জেনেভায় বিবাদমান পক্ষগুলো দেশটিতে একটি অন্তর্র্বতী সরকার গঠনে সম্মত হয়। বিবাদমান পক্ষগুলো অন্তর্র্বতী প্রেসিডেন্ট হিসেবে পূর্বাঞ্চলের প্রতিনিধি দেশটির সাবেক কূটনীতিক মোহাম্মদ ইউনুস মানফি এবং প্রধানমন্ত্রী পদে প্রভাবশালী ব্যবসায়ী ও পশ্চিমাঞ্চলীয় প্রতিনিধি আবদুল হামিদ আল-দাবিবাহকে নির্বাচিত করে। পরে লিবিয়ার পার্লামেন্টে আলোচনার পর অন্তর্র্বতীকালীন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়। অন্তর্র্বতীকালীন এই সরকার ২৪ ডিসেম্বরের নির্বাচন পরিচালনা করবে। সূত্র : আনাদোলু এজেন্সি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com