বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

দেবিদ্বারে ৯১০জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

কুমিল্লার দেবিদ্বারে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবি মৌসুমে গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ-রসুন ও খেসারি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৯শ’১০ জন কৃষক/কৃষানীর মাঝে সার ও বীজ বিতরণ করেন সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন নবী তালুকদারের সভাপতিত্বে ও দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এর উপস্থ্াপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মোঃ শাহজান সরকার, দেবিদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, গুনাইঘর দক্ষি ইউপি চেয়ারম্যান এম এ হাকিম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুল খালেদ সুমন, সহ সভাপতি কাজী সুমন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কাজী সিহাব রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ সাব্বির আহাম্মেদ ,সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান সহ আরো অনেকে। উক্ত আলোচনা শেষে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ-রসুন ও খেসারি চাষে সহায়তার লক্ষে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯১০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ১৬টন ৩শ’কেজি রাসায়নিক সার ও ৩টন ৪শ’ ৬০কেজি বিভিন্ন জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com