ফরিদপুরের নগরকান্দা সদর বাজার প্রশাসনের হস্তক্ষেপে এখন আগের চেয়ে অনেক পরিস্কার পরিচ্ছন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন এর হস্তক্ষেপের কারনে সদর বাজার এখন আগের চেয়ে অনেকাংশে পরিস্কার পরিচ্ছন্ন হয়েছে। বাজারের সকল রাস্তা ও গলি পথের দুই পাশে বিভিন্ন ধরনের ব্যাবসায়ীরা মাথার উপর পলিথিন টাঙ্গিয়ে বসে দোকান ঘরের মতো বানিয়ে ব্যাবসা করতো। যার ফলে পথচারীদের বা ক্রেতাদের চলাচল করতে মারাত্মক ভাবে অসুবিধার সম্মুখীন হতে হতো। বৃষ্টির মৌসুমে পলিথিনের উপরে জমে থাকা পানিতে প্রায় সময়ই ক্রেতারা বা পথচারীরা সেই পানিতে ভিজে নাস্তানাবুদ হতো। এর আগেও অনেকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হলেও মুলত কার্যকর হতোনা যথার্থ। নতুন যোগদান করা সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন কঠোর ভাবে এসকল পলিথিন অপসারণের নির্দেশ দেন গলি পথের সকল ব্যাবসায়ীদের । বয়াবসায়ীরাও নামিয়ে ফেলেন টাঙানো পলিথিন। যার ফলে মঙ্গলবার নগরকান্দা সদর বাজারকে দেখা যায় নতুন রুপে। নেই সেরকম পলিথিন, কিন্তু এখনও দু একজন ব্যবসায়ী হয়তো আদেশ আমলে না নিয়ে আগের মতোই পলিথিন টাঙ্গিয়ে ব্যাবসা করছেন। এই অভিযান চলমান থাকলে বাকিটা ও সমাধান হয়ে যাবে বলে অনেকেরই ধারনা। নগরকান্দা বাজারের মুদি দোকানদার উৎপল সাহা বলেন এখন বাজারটা খুবই সুন্দর লাগছে। সদর বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু বলেন প্রশাসনের এ উদ্যোগকে স্বাদুবাদ জানাই। এর সাথে যদি পৌরসভা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আরো অনেক সুন্দর লাগবে নগরকান্দা বাজার। সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।