রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার শিক্ষা বৃত্তি প্রদান

এস.এম. মনিরুজ্জামান টাঙ্গাইল:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
ইসলামী বাংক টাঙ্গাইল শাখার আরডিএস প্রকল্পের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টাঙ্গাইল শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে গত ২২ নভেম্বর সোমবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি অর্থ বিতরণ করে টাঙ্গাইল জেলা শাখা অফিস লায়লা খানম। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার মোঃ হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ম্যানেজার অপারেসন্স হোসাইন মোহাম্মদ সোলায়মান ও ইনভেস্টমেন্ট ইনচার্জ মোঃ আজহার আলী। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পক্ষ থেকেও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য ৬৪ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশের খেদমত এবং উন্নয়ন করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রীর আবদানে দেশ আজ ডিজিটাল হয়েছে। ডিজিটাল সুবিধার মাধ্যমে আমরা করোনা মহামারির মধ্যেও শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রেখেছি। এক্ষেত্রে ইসলামী ব্যাংক তোমাদেরকে জীবনের সফলতার একঘাট এগিয়ে দিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com