জীবন চলার পথে মানুষকে নানান ধরনের গঞ্জনা সহ্য করে সীমাহিন দূর্ভোগ নিয়ে চর এলাকার মানুষকে চলতে হয়। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শম্বুপুরা ইউনিয়নে ২৭ হাজার ভোটার এবার ২৮ শে নভেম্বর ভোট দিবেন। এই ইউনিয়নের যাতায়তের প্রধান সড়কটি বেহাল অবস্থা দেখেও দেখেনি ঐ ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে শম্ভুপুরা ইউনিয়েনের ৫০ হাজার লোক যাতায়ত করে থাকেন। র্দীঘ দুই বছর যবাৎ একটি ঠিকাদার রাস্তাটি খোরাখুরি করে রখেছেন। জানাযায়, গত দুই বছর আগে ৪ কিঃ মিঃ রাস্তাটি মেরামতের জন্য ৭ কোটি টাকা বাজেট দেয় সওজ। সরজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তাটি খোরাখুরি করে রেখেছেন সওজ থেকে টেন্ডার পাওয়া একটি কোম্পানি। বর্তমানে রাস্তাটি জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা চলাফেরা করে। বর্তমানে ঐ এলাকার সাধারণ মানুষ শারিরিক মানসিক ক্ষতিগ্রস্থের ভয়ে এই রাস্তাটি মা শিশু ও ডেলিবারি রোগী নিয়ে আসতে ভয় পায়। রাস্তা বেহাল অবস্থার কারনে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনায় পরতে পারে বলে স্থানীয় এলাকাবাসীরা জানান। প্রতিদিন হাজার হাজার মানুষ র্দীঘ সময় পায়ে হেটে চলাচল করে থাকে। তাই মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে শম্ভুপুরা ইউনিয়নের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য স্থানীয় এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেছেন।