কেশবপুর উপজেলার টিটাবাজিদপুর গ্রামে দুঃস্থ্য, অসহায় ও শীতার্থ ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে ব্যাক্তিগতভাবে ২ শত দুঃস্থ্য, অসহায় ও শীতার্থদের মাঝে ব্যাক্তিগতভাবে কম্বল বিতরণ করেন মেসার্স আল-সাবাহ ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী টিটাবাজিদপুর গ্রামের আব্দুল মোত্তালেব সরদারের পূত্র আবুল কালাম। টিটাবাজিদপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এসি আই লিমিটেডের মার্কেটিং অফিসার আল আমিন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান (ননু), আব্দুল গফ্ফার, আব্দুর রাজ্জাক, রুহুল কুদ্দুস, শহিদ আলম বাবু, মেসার্স আল-সাবাহ ইন্টারন্যাশনাল এর সুপারভাইজার রায়হান আলী, সাইফুল ইসলাম সরদার প্রমুখ।
হেফাজতের মহাসচিব হাসপাতালে ভর্তি
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে মোর্শেদ বিন নূর জানান, চিকিৎসকরা জানিয়েছেন বাবার মাইল্ড হার্টঅ্যাটাক হয়েছে। এজন্য তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে। মোর্শেদ বিন নূর আরো জানান, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমত ঘুমাননি। এজন্য প্রোগ্রাম শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।