সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

করোনাযোদ্ধা শিক্ষক সন্মাননা পেলেন ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রভাষক শ্যামল কুমার সাহা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বাগেরহাটের ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শ্যামল কুমার সাহা করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখায় করোনাযোদ্ধা শিক্ষক সন্মননা-২০২১”-এ ভূষিত হলেন। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ তাকে এই সম্মাননা প্রদান করেন শিক্ষার আলো ডট কম অনলাইন পোর্টাল। সম্প্রতি আইডিয়াল কর্মাস কলেজ (আইসিসি), ফার্মগেট, ঢাকা এর মিলনায়তনে শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল শিক্ষার আলো ডট কম এর আয়োজনে ‘‘করোনাযোদ্ধা শিক্ষক মেলা-২০২১” এ করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদান শিক্ষকদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ সম্মাননা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. উম্মে আসমা, ট্রেনিং স্পেশালিস্ট, নায়েম, ফোকাল পার্সন (ফ্যামেলি ইউনাইটেড প্রোগ্রাম)। এতে বিশেষ অতিথি ছিলেন আজিম কবীর, গবেষন কর্মকর্তা-৫ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মমতাজ আহমেদ তাজ, সাধারন সম্পাদক, শিক্ষার আলো ডট কম এর ব্যবস্থাপনা সম্পাদক শর্বরী দে রাত্রি। এসময় শিক্ষার আলো ডট কম পরিবারের সকল সদসবৃন্দ ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ১৬৩জন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম, এ, মারুফ সোহেল, ‘‘করোনাযোদ্ধা শিক্ষক মেলা-২০২১” এর প্রধান পৃষ্টপোষক ও শিক্ষার আলো ডট কম এর নির্বাহী সম্পাদক। উল্লেখ্য, প্রভাষক শ্যামল কুমার সাহা, আইসিটি৪ই বাগেরহাট জেলা জেলা অ্যাম্বাসেডর, ফকিরহাট কন্ঠসর ও শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে জড়িত। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। প্রভাষক শ্যামল কুমার সাহা বলেন, করোনাযোদ্ধা শিক্ষক মেলা-২০২১-এ অংশগ্রহণ ও সন্মননা পেয়ে তার কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি মনে করি করোনাযোদ্ধা শিক্ষক সন্মাননা পেয়ে আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com