শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

চ্যালেঞ্জ নিয়ে যোগদান করলেন যশোর বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবীব

এম. আইউব যশোর:
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

প্রশাসন বিভাগে রদবদলের পরামর্শ সাবেক চেয়ারম্যানদের
নানা ধরনের দুর্নীতির অভিযোগের মধ্যে চেয়ারম্যান মোল্লা আমীর হোসেনের বিদায় এবং নতুন চেয়ারম্যান হিসেবে প্রফেসর ডক্টর আহসান হাবীবের যোগদানে শিক্ষাবোর্ডে স্বস্তি বিরাজ করছে। অনেকেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। তবে, নতুন চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীবের চেয়ারম্যান হিসেবে কিছুটা হলেও চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বোর্ডের বর্তমান ও সাবেক কর্মকর্তারা। কারণ হিসেবে তারা বলছেন, আমীর হোসেন মোল্লার সময় প্রায় আট কোটি টাকার জালিয়াতি ধরা পড়ে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন-দুদক সদ্য সাবেক চেয়ারম্যান আমীর হোসেন মোল্লা ও সচিব এএমএইচ আলী আর রেজাসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছে। এই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন দুদক যশোরের উপপরিচালক নাজমুচ্ছায়াদাত। নতুন চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীবের দায়িত্ব পালন করা রীতিমতো কঠিন হবে বলে মনে করছেন বোর্ডের সাবেক দু’জন চেয়ারম্যান। তাদের মন্তব্য, নতুন চেয়ারম্যানকে শুরুতেই প্রশাসন বিভাগে রদবদল আনতে হবে। কারণ এই বিভাগই বোর্ড পরিচালনার সাথে সংশ্লিষ্ট। এখানে যারা আছেন তারা সাবেক চেয়ারম্যানের অনুগত বলে পরিচিতি রয়েছে। তাদের মাধ্যমে অনেক সিদ্ধান্ত বাইরে যেতে পারে। আবার অনেক গুরুত্বপূর্ণ নথি গায়েব করতে পারেন বলে মনে সাবেক এ দু’জন চেয়ারম্যান। আর এটি যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে নতুন চেয়ারম্যান সূচারুভাবে বোর্ড পরিচালনা করতে পারবেন না। সবমিলিয়ে বর্তমান চেয়ারম্যানকে সতর্কভাবে বোর্ড পরিচালনার পরামর্শ সাবেক ও বর্তমান কর্মকর্তাদের। এদিকে, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর ডক্টর আহসান হাবীব। রোববার দুপুরে যোগদান করেন তিনি। বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমীর হোসেন তার কাছে দায়িত্ব বুঝে দেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন নতুন চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব,বিদায়ী চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন, বিদায়ী সচিব এএমএইচ আলী আর রেজা। যশোর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মিয়া আব্দুর রশিদ, নতুন হাট কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন, অভয়নগর শিক্ষক সমিতির উপদেষ্টা অধ্যক্ষ রবিউল হাসান, চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মুস্তানিছুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি দেলোয়ার হোসেন ও যশোর জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বুলবুল। আলোচনা সভা শেষে নতুন চেয়ারম্যানকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা জানান যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম, স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষে অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, জয়ন্ত কুমার বিশ^াস, নজরুল ইসলাম বুলবুল, জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, স্বাধীনতা শিক্ষক পরিষদ খুলনার সভাপতি দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গার সভাপতি ফজলুর রহমান, মেহেরপুরের সাধারণ সম্পাদক আলিফ হোসেন, আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি আব্দুস সবুর খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com