সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

মহাদেবপুরে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ উদ্বোধন

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর খাদ্যগুদামে ফিতে কেটে এর উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান। এসময় অন্যদের মধ্যে সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাবেক সভাপতি আবদুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি, সাবেক কোষাধ্যক্ষ খবির উদ্দিন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, কাজী সামসুজ্জোহা মিলন, সোহেল রানা, আইনুল ইসলাম, মাহবুব হোসেন, আমিনুর রহমান খোকন, ইউসুফ আলী সুমন প্রমুখ এতে উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মেসার্স রুহুল আমিন অটোমেটিক রাইস মিলের কাছ থেকে ৬০ মেট্রিক টন চাল কেনা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার উপজেলার সদর, মহিষবাথান ও মাতাজীহাট খাদ্যগুদামে ৯ হাজার ৮১৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়। এর মধ্যে উপজেলার ২৫২ জন চাল কল মালিকের সাথে ৯ হাজার ৬৬৪ মেট্রিক টন চাল কেনার চুক্তি হয়েছে। বাঁকি ১৫১ টন ২২ জন মিল মালিকের নামে বরাদ্দ দেয়া ছিল। কিন্তু তারা চুক্তি করেননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com