দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে সোমবার (২৯ নভে:) বিজিবি’র আটক করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বিজিবি’র সূত্র জানায়, ফুলবাড়ি ২৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ২০১৯ সালের ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আটক করেন। মাদকের মধ্যে রয়েছে ৩৫ হাজার বোতল ফেন্সিডিল, ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার দেশি মদ, ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ১৩ হাজার পিচ নেশা জাতীয় ইনজেকশন। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন, বিজিবি’র দিনাজপুর সেক্টর কমা-ার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লা আবেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান প্রমূখ।