সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

আলফাডাঙ্গায় ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

গোলাম আজম মনির আলফাডাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ২৫ নভেম্বর উপজেলার টগরবন্দ, বানা ও পাচুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর সোমবার ছিলো যাচাই-বাছাইয়ের দিন। এ উপলক্ষে সকাল ১১টা হতে বিকাল তিনটা পর্যন্ত উপজেলা হল রুমে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। বিশেষ অতিথি হিসাবে নির্বাচনী আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সম্পর্কে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান। উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম শেষে একজন চেয়ারম্যান প্রার্থী ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বানা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. হারুন-অর-রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া টগরবন্দ ইউনিয়নের ১নং সংরক্ষিত সদস্য পদে মো. সালেহা বেগম, পাঁচুড়িয়া ইউনিয়নের ১নং সংরক্ষিত সদস্য পদে খুর্শিদা ও ২নং সংরক্ষিত সদস্য পদে মোসা. রেখা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ বলেন, বাতিল হওয়া চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com