দিনাজপুরের পার্বতীপুরে ২০২১-২২ অর্থবছরে মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন বেহাত হয়ে যাওয়া ৫২. দশমিক ০২৬ একর বনভূমি উদ্ধার করেন নতুন করে বনায়নের কর্মসূচি হাতে নিয়েছে বন বিভাগ। গত সোমবার পার্বতীপুর উপজেলার ভবানীপুর বিটের হাবড়া মৌজার বেহাত হওয়া বনভূমির ৫২ দশমিক ০২৬ একর জমি মধ্যে ৬৮ একর সিমানা পিলার দিয়ে নিজ দখলে নেয় বন বিভাগ। এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই ও বিট কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, ছাড়াও ঐ রেঞ্জে কর্তব্যরত বন রক্ষীগণ উপস্থিত ছিলেন। মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, মধ্যপাড়া রেঞ্জের ভবানীপুর বিটের আওতায় ৫২ দশমিক ২৬ একর বনভূমি রয়েছে। এরমধ্যে ১৪ একর ৬১শতক বনভূমি এখনও বেদখলে, এলাকার লোকজন ঘর বাড়ি তৈরী করে বসবাস করছে। তা উদ্ধারের কাজ শুরু হয়েছে। সর্বশেষ ২০০৪-০৫ অর্থবছরে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় হাবড়া মৌজায় ভবানীপুর বিটের সংরক্ষিত বন বিভাগের ৫০ একর জমিতে বনায়ন করা হয়। ঐ সময়ের কিছু লট এখনো বিদ্যমান রয়েছে। বর্তমানে বন বিভাগের বেহাত হয়ে থাকা ১৪ একর ৬১ শতক জমিতে চাষাবাদ কারী এলাকার লোকজন বন বিভাগের জমি দখল বা চাষাবাদের কথা অস্বীকার করেছেন। বন বিভাগের ভ’মি দখলের অভিযোগের ব্যাপারে হাবড়া ইউনিয়নের হাজী মোহসিনের ছেলে তরিকুল ইসলাম বলেন, হাবড়া মৌজার ৪১৯ দাগের ১ একর ২৮ শতক জমি তাদের পিতা মোহসিন আলী ১৯৭৫ ও ১৯৭৭ সাল রেকর্ডিয় ভূক্ত ভুমি মালিকের নিকট কবলা মুলে তাদের নামে ক্রয় করেছেন । পরবর্তীতে নিজেদেও নামে খারিজ করে গত ৪৩ ধওে তারা ভোগদখল করে আসছেন। মালিকানার বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও বন বিভাগ হঠাৎ করে ২০০৯ সালের গেজেট বলে ঐ জমির ৬৮ শতক জমি তাদের বলে বেদদাবি করে আসছে।