জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে পাঁচবিবি থানা চত্বরে অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সভাপতিত্বে গতকাল সুধীজন ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সহিত মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী “ওপেন হাউস ডে”সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা পেলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব। অপরাধী যেই হোক না কেনো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ এর বিরোধী কার্যক্রম আরো জোরদার করার লক্ষে সর্বম্তরের জনসাধারণকে এগিয়ে আসার জন্য আহবান জানান। পাঁচবিবি থানার এস.আই সুশান্ত কুমারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রিষ্টান পরিষদ উপজেলা শাখার সম্পাদক সুবাস চন্দ্র,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি মহির উদ্দিন মন্ডল, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, কমিউনিটি পুলিশিং এর সভাপতি,সেক্রেটারীসহ সুশীল সমাজের জন সাধারণ এবং পাঁচবিবি থানার গন্যমান্য ব্যক্তিবর্গ।