৫ম ধাপের ঘোষণা তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ২১’ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা ও মোকামতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক পেলেন তাঁরা হলেন :গাবতলী সদর ইউনিয়নে ফারুক আহম্মেদ,বালিয়াদিঘী ইউনিয়নে ইউনুছ আলী ফকির, নাড়ুয়ামালা ইউনিয়নে আব্দুল গফুর,দুর্গাহাটা ইউনিয়নে আব্দুল মতিন মিঠু, দক্ষিনপাড়া ইউনিয়নে এ্যাডঃ রফিকুল ইসলাম,রামেশ্বরপুর ইউনিয়নে সেকেন্দার আলী, কাগইল ইউনিয়নে দিল আফরুজা খাতুন লাবনী, নশিপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, মহিষাবান ইউনিয়নে শাকিল ইসলাম বুলেট। দুপচাঁচিয়ার ৫টি ইউনিয়ন পরিষদে, দুপচাঁচিয়া সদরে আঃ বাখের সেন্টু, চামরুলে আজমল হোসেন, গুনাহারে শাহ আব্দুল খালেক, গোবিন্দ পুরে আঃ রশিদ মন্জু, জিয়া নগরে কামরুজ্জামান। আদমদীঘি সদরে মোঃ জিল্লুর রহমান,ছাতিয়ানগ্রামে মোঃ আব্দুল হক, নৎসতপুরে আঃ রাজ্জাক, সান্তাহারে মোছাঃ নাহিদ সুলতানা, কুন্দগ্রামে মোঃ শামীম উল ইসলাম, চাঁপাপুর ইউনিয়নে মোঃ শামসুল হক এবং শিবগঞ্জের ১১নং মোকামতলা ইউনিয়নে মোঃ ওয়াসিম রেজা চৌধুরী রাজা নৌকা প্রতিক পেলেন।