সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কম্বল বিতরণ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বিশ্ব মানবাধিকার দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে দুঃস্থ ও শীতার্তদের মাঝে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে ১০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, সময়ের সাহসী অনলাইন পত্রিকা বজ্রকণ্ঠ’র সম্পাদক প্রকাশক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এমসিএস-এ আমাদের মৌলভীবাজার অনুষ্ঠানের উপস্থাপক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ এমদাদ খান। সমবেত দুঃস্থ ও শীতার্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক বেলাল তালুকদার, সোসাইটির সহ-সভাপতি ও দীপ্ত নিউজ ডটকমের সম্পাদক দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী সদস্য, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা শ. ই. সরকার জবলু ও মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার। উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাজন আবেদীন রাজু ও সহ-দপ্তর সম্পাদক রুহুল আলম রণি, সোসাইটির সদস্য সুজা আহমদ, মিতু আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ। আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে সোসাইটির সবাই উপস্থিত শতাধিক দুঃস্থ ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। উল্লেখ্য- বিশ্ব মানবাধিকার দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দের আর্থিক অনুদানে দুঃস্থ ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com