চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ৩ হাজার ৯ শত ৭০পিস ইয়াবা আটক করেছে বিজিবি। বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ ডিসেম্রব রাত আনুমানিক ১ ঘটিকায় চৌকা বিওপির নায়েব সুবেদার মোঃ জাহাংগীর আলম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/১-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছুট আইড়ামারী নামক স্থানে মালিকবিহীন ৩৯৭০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর আনুমান মূল্য-১১ লক্ষ ৯১ হাজার টাকা। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে করে বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।