রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

পুলিশ সুপার প্রত্যাহার দাবি আন্দোলন অবশেষে মির্জা আজম এমপির মধ্যস্থতায় প্রত্যাহার

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

জামালপুর পুলিশ সুপার প্রত্যাহার দাবি আন্দোলন অবশেষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এর মধ্যস্থতায় সম্মানজনক সমাধান হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে কর্মরত সকল সাংবাদিকরা। শনিবার (১১ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি’র আহবানে জেলা পরিষদ মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকরা তার ডাকে সারা দিয়ে মতবিনিময় সভায় যোগদেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিলস্নাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফার¤œক আহাম্মেদ চৌধুরী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরে মির্জা আজম এমপি ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় জামালপুরের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের সকল প্রকার সার্বিক সহযোগিতাসহ সম্মানজনক সমাধান আশ্বাস দিয়ে তিনি পুলিশ সুপার নাছির উদ্দিনকে ডেকে পাঠান। পুলিশ সুপার এসে তিনি তার ভূল স্বীকার করায় সাংবাদিক নেতারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এ সময় জেলার কর্মরত পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উলেস্নখ্য, গত ৩ডিসেম্বর শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে অবহিত করতে সাংবাদিকদের ডাকেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ। এসময় অন্যান্য সাংবাদিক উপস্থিত হলেও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান অন্য কাজে ব্যস্ত্ম থাকায় মেলায় উপস্থিত হতে পারেননি। তাই পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে তাদের ধরে এনে পিটিয়ে চামড়া তুলে দেয়াসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ফাঁসানোর হুমকী দেন। তারই প্রতিবাদে জেলার সকল কর্মরত সাংবাদিক পুলিশ সুপারের প্রত্যাহারের দাবী জানিয়ে আসছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com