মৌলভীবাজারে ৮ বছরের শিশু আব্দুল হাসিম মাহিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জœ্যার পূর্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৩ ডিসেম্বর সোমবার বিকালে। মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউপি’র মেম্বার পদপ্রার্থী জুয়েল আহমদের সঞ্চালনায় সদর উপজেলার সম্পাসী সিএনজি স্ট্যান্ড এলাকায় বিকাল ৪টা থেকে সন্ধা পর্যন্ত সময়ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত জনতার মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান শামীম আহমদ, বর্তমান চেয়ারম্যান সেলিম আহমদ, চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুর রহমান রেনু, চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম, সংরক্ষিত আসনের মেম্বার রেনা বেগম, মেম্বার মনির মিয়া, কামরুল হাসান নাইওর প্রমুখ। ছোট্ট ও অবুঝ এ শিশুটিকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সকল অভিভাবককে সতর্ক থাকতে হবে। বক্তারা আরো বলেন, যদি এ শিশুর হত্যাকারীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসে, তাহলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এবং যতটুকু প্রয়োজন তারা আরও তীব্র প্রতিবাদ জানাবেন। মানববন্ধন শেষ হবার পর বাদ মাগরিব জানাযা শেষে নিহত শিশু মাহিমকে দাফন করা হয়। ল্লেখ্য- গত ১১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় পুর্ব সম্পাসী এলাকার মনু নদীর অংশে হাত-পা বাঁধা অবস্থায় শিশু মাহিমের লাশ পাওয়া যায়। এব্যাপারে সাকিব, সাব্বির ও রনি নামে ৩ জনকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সন্দেহভাজন হিসাবে সাকিব, সাব্বির ও রনি নামে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এমুহূর্তে আর কিছু বলা যাচ্ছেনা। আমরা ঘটনার ক্লু উদঘাটন করার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো।