স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে ১৪ই ডিসেম্বর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়নে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দিনাজপুর জেলা শাখা আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) দিনাজপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুল জুঁই এমপি। স্বাগত বক্তব্য রাখেন ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা। আলোচ্যক হিসেবে আলোচনা করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ আহাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিএমএ’র সভাপতি ডাঃ এসএম ওয়ারেস, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ওহেদুল হক, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, তরুন আওয়ামী লীগ নেতা সৈয়দ সালাউদ্দিন দিলিপ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রহমত। বক্তারা বলেন, এই দিনে ওপারেশন সার্চ লাইটের মাধ্যমে খান সেনারা নির্বিচারে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল একটি জাতিকে মেধাশূন্য করতে। এদেশ যেন কোনোদিন এগিয়ে যেতে না পারে। সেজন্য রাতের অন্ধকারে পরিকল্পিত ভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান ও বুদ্ধিজীবীদের গুলি করে হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভার ধারাকে সঠিকভাবে আমাদের ধারণ করতে হবে- আমাদের প্রজন্মদের সঠিক ইতিহাস জানাতে হবে। বাংলাদেশের উন্নতি হয়েছে অনেক কিন্তু বাঙ্গালী জাতি হিসেবে আমাদের মানসিকতার উন্নতি হয়নি।