রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : জামায়াত আমির মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ: আসিফ নজরুল শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের বিশ্বের ১৩০টিরও বেশি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব শ্রমিক অসন্তোষ দূর হলে আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবো : আহসান খান চৌধুরী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছেন: রিজভী শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি: নারীসহ ৩ জনের মৃত্যু

চাটমোহর হরিপুরে আলী আজগার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১৪তম আসর উদ্বোধন

আল-আমিন চাটমোহর (পাবনা) :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে শুরু হলো মরহুম আলী আজগার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১৪ তম আসর। শুক্রবার বিকেলে হরিপুর খেলার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া। জিন্নাহ স্মৃতি ফুটবল ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন জেলার ৮টি দল। উদ্বোধনী খেলায় চাটমোহরের গুনাইগাছা শহীদ শামসুদ্দিন ফুটবল একাদশ ৩-১ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে। হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মোজাম্মেল হক রওশনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ফৈলজানা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, নিমাইচড়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান মুক্তি, জোনাইল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ,অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এম এ মতীন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপ, অরবিটল লিংক শিক্ষা পরিবার ও আদি সাহার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মকবুল হোসেন। উল্লেখ্য, মরহুম আলী আজগার ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। বড় ভাইয়ের স্মৃতি ধরে রাখতে ছোট ভাই এক টানা চারবার নির্বাচিত চেয়ারম্যান মকবুল হোসেন প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com