মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার বেলা তিনটার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় ট্রাফিক মোড়ে সমাবেশে মিলিত হয়। হাতে হাতে জাতীয় পতাকা, সজ্জিত ঘোড়ার গাড়ি আর বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করে শহরের প্রধান সড়ক। এছাড়া শোভাযাত্রায় বহন করা হয় জাতীয় পতাকা। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক। জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মহান বিজয়ের ৫০বছর উদযাপন করছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উচ্চ আসনে বসেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা যে অঙ্গিকার করেছেন তা বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগ ছাড়াও সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা মৎস্যজীবী লীগ, জেলা কৃষকলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।