সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

গণতন্ত্র উদ্ধারে রাজপথ ছাড়া বিকল্প নেই -মোঃ ফকরুল আলম

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

পিরোজপুর জেলা বিএনপির সহ সভাপতি ও স্বরূপকাঠি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফকরুল আলম বলেছেন, গণতন্ত্র পুনউদ্বারে আন্দোলনে স্থানীয় বি এন পির সকল নেতাকর্মীরা একযগে আন্দোলন করতে হবে। পাশাপাশি সকল দেশ প্রেমিক ভাই বোনদের এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, দেশে আজ কঠিন সংকটাময় পরিস্থিতি বিরাজ করছে। গণতন্ত্রের সঠিক চর্চা নেই বললেই চলে। সরকারের সমালোচনা করার পরিবেশ নেই চলতি সময়ে। গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিজয় দিবসের শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বি এন পির সভাপতি মোঃ ফকরুল আলম একথা গুলো বলেন। স্বরূপকাঠি উপজেলার বিএন পির শীর্ষ নেতৃবৃন্দের আয়োজনে বিজয়ের শোভাযাত্রাটি মিয়ারহাট বন্দরের প্রধান সড়কের ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন থেকে শুরু করে শিল্পনগরী ইন্দেরহাট বন্দরের প্রধান সড়ক হয়ে উপজেলার প্রধান বদ্ধ ভূমির স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ করে। এসময়ে দলের পক্ষ থেকে পুষ্প অর্পন করেন উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফকরুল আলম ও সাধারণ সম্পাদক সহ কয়েক শতাধিক নেতা কর্মীরা। এদিকে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন স্বরূপকাঠী পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ সহ উপজেলা বি এন পির সভাপতি, সাধারণ সম্পাদক সহ দশটি ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ ও বহু কর্মীরা। এদিকে স্বরূপকাঠি পৌরসভার সভাপতি ও সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ আনিসুজ্জামান পৌরসভা শাখার পক্ষে পুস্প অর্পণ করেন। তবে পৌরসভার বি এন পির দলীয় কার্যক্রমে পুলিশের কড়া নজরদারি ছিল।অবশ্য শান্তি পূর্ণ পরিবেশ বজায় রেখে উপজেলা বি এন পির বিজয় দিবসের শোভাযাত্রা সহ আলোচনা সভা সফল ভাবে সম্পন্ন হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির প্রবীণ রাজনৈতিক নেতা মোঃ ইসমাঈল হোসেন মোল্লা, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সোহাগদল ইউনিয়নের সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন, আটঘর কুডিয়ানা ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন নান্টু, সদর ইউনিয়নের সহ সভাপতি ডাঃ এন এম ডি হুসাইন,আটগর কুড়িয়ানা ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মৃত্যুঞ্জশ মিত্র, সমুদয়কাঠীর সভাপতি মোঃ আঃ মজিদ প্রমুখ। এছাড়াও পেয়ারা খ্যাত এলাকা ৪নং আটঘর কুডিয়ানা ইউনিয়নের তুখোড় জনপ্রিয় নেতা বাবু বিধান মৈত্র, মিলন সার্কেল, রতন মন্ডল সহ জলাবাড়ী ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাবেক জনপ্রতিনিধি মোঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । এদিকে জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ , জেলা সদস্য মোঃ জিয়াউল হাসান রাজু সহ জেলা সদস্য মোঃ রহিম বেপারী, সাবেক কাউন্সিলর মোঃ আসলাম ডাকুয়া, মোঃ রাসেল বিশ্বাস, মোঃ রমজান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন । এদিকে পৌর বি এন পির সাধারণ সম্পাদক কাজী মোঃ আনিসুজ্জামান সহ হাফিজ আল আসাদ, মোঃ রিপন কাজী, মোঃ কবির খান, সাবেক কাউন্সিলর মোঃ শুভ্র কাজী, মোঃ নজরুল ইসলাম যুবদলের মোঃ আঃ সালাম প্রমুখ অংশ গ্রহণ করে । উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসেন, সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাগর সহ কয়েক শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ফকরুল আলম আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তখনকার ছাত্র, যুবক,তরুণরা ঐক্যবদ্বভাবে দেশ স্বাধীন করেছিল। তেমনি আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণ তার ভোটাধিকার ও আইনের শাসন ফিরে পাবে ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com