মৌলভীবাজারের বড়লেখার সামাজিক শিক্ষা ও সাহায্য-সহযোগীতামূলক সংগঠন “দক্ষিন হরিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে এলাকার প্রবাসীদের সার্বিক সহযোগিতায় দক্ষিণ হরিপুর গ্রামে ঈদগাহ তৈরির জন্য ভূমি ক্রয় ও চেক হস্তান্তর করা হয়েছে। ঈদগাহের দলিলপত্রের রেজিস্টারি কার্য সম্পাদিত হলে সন্ধ্যা ৬টায় ঈদগাহের ভূমি ক্রয়ের ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। ঈদগাহ প্রতিষ্ঠা (প্রবাসী উদ্যোক্তা) কমিটির সভাপতি ও দঃ হরিপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী মো. সুফিয়ান আহমদ, উদ্যোক্তা কমিটির প্রধান উপদেষ্টা মো. মঈন উদ্দিন (কুয়েত প্রবাসী), সংস্থার উপদেষ্টা আব্দুস সত্তার ( দুবাই প্রবাসী), প্রবাসী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী ফখরুল ইসলাম, সংস্থার কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, খলিলুর রহমান ভূমির মালিকপক্ষদের কাছে এ চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ হরিপুর গ্রামের সমাজসেবক কাতার প্রবাসী আব্দুল মান্নান, সমাজসেবক আব্দুর রহমান,খালেদ আহমদ (দুবাই প্রবাসী), শামীম,কামরান আবির মারুফ প্রমুখ।