গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত জব্বারের স্ত্রী জোসনা বেগম(৪৫) স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ। জোসনা-কে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন একমাত্র ছেলে সন্তান সুমন। জানা গেছে, ২০১১ সালে জোসনার স্বামী আব্দুল জব্বার মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে রাজধানীর একটি গার্মেন্টসে চাকরি করে জীবন জীবিকা নির্বাহ করাকালীন ২০১৮ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় জোসনা। বেশি অসুস্থ হয়ে পড়লে সে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চালায়। তার শারিরীক পরীক্ষা-নিরীক্ষা করে ডাঃ শাকিল মিয়া, ডাঃ কামাল উদ্দিন ও ডাঃ তোফাতুল জান্নাত জানায়, উন্নত চিকিৎসা করলে তার রোগ ভালো হবে। এতে প্রচুর অর্থের প্রয়োজন। অসুস্থ জোসনা বেগমের এত টাকা যোগান দেয়া অসম্ভব হয়ে পড়ায় সে দেশ-বিদেশের দাতা সংস্থা, জিও-এনজিও এবং সমাজের দানশীল ব্যক্তিদের নিকট অর্থ সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। বর্তমানে জোসনা বেগমের কাছে কোন টাকা পয়সা না থাকায় চিকিৎসা করতে পারছেনা বিধায় গুরুত্বর অসুস্থ অবস্থায় তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। সে ব্যাথা-বেদনায় ছটফট করে রাতের পর রাত কাটাচ্ছেন। দরিদ্র অসহায় জোসনা বেগমের সহায়-সম্বল এমনকি বাস্তুভিটাও নেই। তার সংসারের হাল ধরেছেন একমাত্র সন্তান সুমন মিয়া(১৮)। সুমনের পক্ষে মায়ের চিকিৎসার অর্থ জোগান দেয়া অসম্ভব হয়ে দাড়িয়েছে। তাই সে মায়ের চিকিৎসার জন্য দেশ-বিদেশের দাতা সংস্থা, জিও-এনজিও এবং সমাজের দানশীল ব্যক্তিদের নিকট অর্থ সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাতে ০১৭৩৯-৯৬ ৭৯ ২১ (বিকাশ) ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন।