দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি শীতকালীন সবজির দাম কমেছে কেজিপতি তিনগুণ। আর কম দামে সব সবজি কিনতে পারায় স্বস্তি ফিরেছে খেটে খাওয়া দিনমজুরদের। সোমবার (২০ ডিসেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগের চেয়ে সব সবজির দাম কমেছে তিনগুণ। ৩০ টাকার ফুলকপি খুচরা আজ বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, পাইকারি বাজার তার দাম ৭ থেকে ৮ টাকা। ২০ টাকার বাঁধাকপি আজ ৭ টাকা কেজি, পাইকারি তা ৫ টাকা কেজি। ৪০ টাকার শিম এখন ২০ টাকা কেজি, পাইকারি তার দাম ১৪ থেকে ১৫ টাকা কেজি। ৩০ টাকার বেগুন আজ ১০ টাকা কেজি, পাইকারি বাজারে তার দাম ৬ থেকে ৭ কেজি। ৫০ টাকার নতুন আলুর কেজি বর্তমান ২৫ টাকা কেজি, তা আবার পাইকারি বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে, এদিকে পুরাতোন আলুর কেজি ১৫ টাকা, পাইকারি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা কেজি দরে। ৩০ টাকার মুলাই আজ বিক্রি হচ্ছে ৮ টাকা কেজি, তা আবার পাইকারি বাজারে ৫ টাকা কেজি। ৩০ টাকার করলা এখন ২৫ টাকা। ১৫০ টাকার গাজর ৪০ টাকা কেজি, পাইকারি বাজারে ৩৫ টাকা কেজি। ৪০ টাকার কাঁচামরিচ ২৫ টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। বাজারে সবজি কিনতে আসা ভ্যান চালক রাব্বানী বলেন, বাজারে সব প্রকার সবজির দাম কমে গেছে। আমরা গরীব মানুষ তরিতরকারির দাম নাগালের মধ্যে না থাকলে খুব সমস্যায় পড়তে হয়। নতুন আলুর দামও কম, এক কথায় সবজি কিনতে আর সমস্যা হচ্ছে না। হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, দুই সপ্তাহ আগে সব ধরনের সবজির যে দাম ছিলো বর্তমান অনেক দাম কম। এবার শীতকালীন সবজির ফলনও ভাল হয়েছে। আশা করছি এসব সবজির দাম আরও কম হবে।