নীলফামারীতে পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবার মান বিষয়ক গণশুনানি সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর আয়োজন করে কমিউনিটি লিডারবৃন্দ। এতে সহযোগীতা করে উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যা শিশুর সুরক্ষা প্রকল্প। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার। এতে অতিথি থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম। সিভিল সোসাইটি ফোরামের সভাপতি শাহনাজ বেগম ছবির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন পল্লী শ্রী’র প্রকল্প সমন্বয়কারী তাইবাতুন নেহার প্রীতি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উন্নয়নকর্মী মিজানুর রহমান লিটু, গোলাম রহমান ডালু, সাংবাদিক ভুবন রায় নিখিল, টিআইবির এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহানারা রহমান প্রমুখ। সদর উপজেলার পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী ইউনিয়নের কমউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবার মান নিয়ে জরিপে আসা তথ্য উপস্থাপন করেন পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবা আখতার। জরিপে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট, দায়িত্বরতদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় উপকরণ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ের চিত্র তুলে ধরা হয়। পল্লী শ্রী’র প্রকল্প সমন্বয়কারী তাইবাতুন নেহার প্রীতি এতে জানান, সেবার মান সম্পর্কে জনগনকে অবগত করা, মান উন্নয়নের লক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবাগ্রহীতার ইতিবাচক যোগাযোগের ক্ষেত্র তৈরিতে শুনানির আয়োজন করা হয়। তিনি বলেন, আমরা ২৪০টি পরিবারের কাছে থেকে তথ্য নিয়ে এই জরিপ পরিচালনা করি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, সরকারী প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে, কি কাজ করছে, মানুষ কতটুকু সেবা পাচ্ছে এগুলো জনগণকে জানানো দরকার। প্রকাশ্যে এভাবে জানানো হলে অনেক সমস্যা সমাধান হয়, সেবার মান বৃদ্ধি পায় এবং মানুষও অনেক বিষয় জানতে পারে। তিনি পল্লীশ্রীকে অন্য দফতর নিয়েও গণশুনানি আয়োজনে সহযোগীতার আশ^াস দেন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন এই গণশুনানিতে।