সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৬ অনুষদের ছয় জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ মনোনীত যবিপ্রবির শিক্ষার্থীরা হলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শোয়েব মোহাম্মদ (আইপিই বিভাগ), জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সাবনীল বিশ্বাস (এফএমবি বিভাগ), ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সায়েদুন্নেছা নিশি (ইএসটি বিভাগ), বিজ্ঞান অনুষদের ইসমাইল (রসায়ন বিভাগ), কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আতিকুর রহমান (ইংরেজি বিভাগ), স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের মোঃ রায়হান চৌধুরী (পিইএসএস বিভাগ)। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে। সম্প্রতি ইউজিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে এ পদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম প্রকাশ করে।