বিজিবি কর্তৃক সোনামসজিদ সীমান্তে আসামীসহ ইয়াবা, হেরোইন ও ব্যাটারী চালিত ভ্যান, কিরণগঞ্জ সীমান্তে ইয়াবা, তেলকুপি সীমান্তে আসামীসহ ফেন্সিডিল ও মোটর সাইকেল এবং ভোলাহাট সীমান্তে আসামীসহ হেরোইন, মোবাইল ফোন ও সীম কার্ড আটক করেছে। নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ আনুমানিক বিকাল ৪ ঘটিকায় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ আব্দুল আলীম এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/১-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা, ১১০ গ্রাম হেরোইন এবং ০১টি ব্যাটারীচালিত ভ্যান আটক করতে সক্ষম হয়। এসময় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আকালু মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন(১৬)কে আটক করতে সক্ষম হলেও অভিযান পরিচালনাকালে একই গ্রামের আতোয়ারের ছেলে মোঃ রুবেল মিয়া(৩৫) এবং মোঃ জসিম (৩০) পালিয়ে যায়। আটককৃত পণ্যের মূল্য প্রায় ২ লক্ষ ৫৩ হাজার টাকা। অপরদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক পৌনে ১১ ঘটিকায় কিরণগঞ্জ বিওপির হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জ নামক স্থান হতে মালিকবিহীন ১ হাজার পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ৩ লক্ষ টাকা। এছাড়াও একই রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০ মেইন হতে আনুমানিক দেড় কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছোট টাপ্পু নামক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ জিহাদ রানা(২৫), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-ছোট টাপ্পু, ডাকঘর-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ২৫ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে একই গ্রামের মোঃ আঃ জব্বার মোঃ আঃ মতিন(৩০) পালিয়ে যায়। আটককৃত ফেন্সিডিল এবং মোটর সাইকেল এর আনুমানিক সিজার মূল্য-১ লক্ষ ১০ হাজার টাকা । এদিকে ২৫ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকায় ভোলাহাট বিওপির হাবিলদার খন্দকার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৫/৪-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক স্থানে অভিযান পরিচালনা করে (১) মোঃ মামুন রশিদ(৩১), পিতা- মোঃ মজিবুর রহমান, গ্রাম-চামুচা, ডাকঘর-ফুটানি বাজার, (২) মোঃ সবেদ আলী(২২), পিতা-হামেদ আলী, গ্রাম-চরধরমপুর, ডাকঘর-চরধরমপুর উভয়ের থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৭ গ্রাম হেরোইন ০২টি মোবাইল ফোন এবং ০৪টি সীম কার্ডসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৭ হাজার ৮’শত টাকা । এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।