সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুর্বারের বর্ষপূর্তি উদযাপন

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

সেবামূলক কার্যক্রমে এক যুগে পদার্পণ করে মীরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন। গত সাত জানুয়ারি শুক্রবার ছিল এ সংগঠনের জন্মদিন। এ দিনকে স্মরণ করে রাখতে বরাবরের মতই দুর্বার’রা ব্যাতিক্রম অনন্য অসাধারণ অয়োজন করে থাকে। এবারও তার ব্যাতিক্রম নয়। দিনের শুরুতে দুর্বার কার্যালয় প্রাঙ্গনে সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মুক্ত আকাশে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর সাজোয়া বাদক দলের ঢোলের তালে, ব্যানার, ফেস্টুন হাতে দুর্বার’রা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। যেটি গ্রামীণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলে পাড়ার শিশুমেলার স্থলে গিয়ে শেষ হয়। এবারকার আয়োজনে সুবিধা বঞ্চিত জেলে পাড়ার দুই শতাধিক শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেককাটা, খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে কথামালায় অংশ নেন মীরসরাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, খবরিকা সম্পাদক মাহব্বু রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, মীরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমের সম্পাদক এম আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও সহ সভাপতি জাফর ইকবাল। এসময় সাংবাদিকতা ও নাট্য সংস্কৃতিতে অসামান্য অবদানে দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী কে দুর্বার পদক, আঞ্চলিক সংবাদ প্রকাশে বিশেষ অবদানে পাক্ষিক খবরিকা ও মীরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসার আয়োজন করা হয়। যেখানে মেলা বসে খেজুর রস, ভাপা পিঠা, পায়েস, মুড়ি ও চিড়ার মোয়া সহ হরেক রকম পিঠাপুলির। এবারের আয়োজনে দুর্বার’র ক্যাম্প ফায়ারিং সবার নজর কেড়েছে। লাল নীল বাতি, দৃষ্টিনন্দন তাবু, মাঝখানে প্রজ্বলিত আগুনের কুন্ডলী দিয়ে সাজানো হয় জলসা চত্বর। মশাল হাতে ক্যাম্প ফায়ারিং এর উদ্বোধন করেন দুর্বার সভাপতি মহিবুল হাসান সজীব, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন। এসময় জলসা চত্বরে নৃত্য পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে মীরসরাই শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীরা, সঙ্গীত আয়োজনে গান শুনিয়ে দর্শক মাতান কান্তা দে, পিন্টু কুমার নাথ, কবিয়াল মধুসূদন দাশ, বাবলু সূত্রধর, পলাশ ঘোষ, ঔশিকা ও সাবরিনা। সর্বশেষ ভান্ডারী গানে দর্শক মনকাড়েন আনোয়ার ভান্ডারী ও মাহবুবুল হক ভান্ডারী। দুর্বার’র এগারতম বর্ষপুর্তিতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান সাহিত্যক সুদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি নুরুল আবছার, সাংবাদিক বিশ্বজিৎ পাল, উদ্যোক্তা সৈয়দ আহমদ, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ, সাংবাদিক রণজিৎ ধর, এম মাঈন উদ্দিন, বাবলু দে, মোহাম্মদ ইউসুফ ও কামরুল ইসলাম, অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজীব, সহ সভাপতি মোহাম্মদ শওকত, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকছুদুল আলম শাহীন, জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, নির্বাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমেদ, অদম্য যুব সংঘের প্রতিষ্ঠাতা সহ সভাপতি নিয়াজ( মোহাম্মদ সাজেদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউসাম সভাপতি জাসেম বিন মুহিব, প্রজন্ম মিরসরাইয়ের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, নবজাগরণ ক্লাবের প্রতিষ্ঠাতা সুলতান শাহীন, হিতকরী যুব সংঘের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সৃজন যুব সংঘের সভাপতি অসিফুল ইসলাম, অনির্বাণ ক্লাবের সভাপতি মোহাম্মদ ছরোয়ার, আদর্শ গ্রাম শেখটোলার সভাপতি জামশেদ আলম তপু, উত্তরণের সভাপতি আবু সাঈদ, মকবুল আহমদ ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ ইরান, লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাইয়ের জয়েন ট্রেজেরার আজিম উদ্দিন প্রমুখ। দুর্বারের উদ্যোগে শিল্প -সাহিত্য, ইতিহাস- ঐতিহ্য ও সংস্কৃতির এ সুন্দর চর্চা সৃজনশীল ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে। নান্দিনিক এ আয়োজন, এ উৎসবের এ রেশ এ অঞ্চলের মানুষদের মাঝে দীর্ঘদিন দাগ কাটবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com