লালমোহন প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু আন্তঃ উপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলাটি লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে খেলাটি শুরু হয়েছে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের সময় বাপ্পির গোলে এগিয়ে যায় তজুমদ্দিন প্রেসক্লাব। পরে দ্বিতীয়ার্ধে ভোলা প্রেসক্লাব গোল পরিশোধে জন্য মরিয়া হয়ে উঠে। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে। এতে তজুমদ্দিন প্রেসক্লাব ও ভোলা প্রেসক্লাব ১-১ গোলে ড্র করে। পরে সরাসরি খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে তজুমদ্দিন প্রেসক্লাব, ভোলা প্রেসক্লাবকে ৩-২ গোলে হারিয়ে তজুমদ্দিন প্রেসক্লাব শিরোপা জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, ভোলা-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনি, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মহিন আহম্মেদসহ ভোলা জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকবৃন্দ।