৫ম ধাপের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ইফতেখার আহমেদ বদরুল। এনিয়ে তিনি ৫ম বারের মত রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। চেয়ারম্যান বিজয়ী হয়েছেন এই খবর ছড়িয়ে পড়লে রাতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামিলীগ এর নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা মুন্সিবাজারস্থ নৌকার নির্বাচনী অফিসে ভীড় জমান। অনেককেই চেয়ারম্যানের গলায় জড়িয়ে আবেগে কাদতে দেখা যায়। তিনি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড,মোঃ আব্দুস শহিদ এমপি’র ছোট ভাই। কমলগঞ্জ উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক। গত (০৫ জানুয়ারি) বুধবার রাতে উপজেলা নির্বাচন অফিসার ভোটের ফল ঘোষণা করেন। ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইফতেখার আহমেদ বদরুল (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৮৬২ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামিলীগ এর বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার (ঘোড়া মার্কা) পেয়েছেন ৮ হাজার ৬৪৫ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৮ হাজার ৯৭৩ ভোট, বাতিল হয়েছে ৪৬৬ ভোট। নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। ১নং রহিমপুর ইউনিয়নবাসী প্রধানমন্ত্রীর সম্মান রেখেছেন। তারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি ১নং রহিমপুর ইউনিয়নের উন্নয়ন করে এ ভালোবাসার বিনিময় দেব। চলমান কাজ গুলা সম্পন্ন হলে রহিমপুর ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন,আমি সেই লক্ষ বাস্তবায়নে কাজ করে যাবো।