বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পুলের অভাবে শত শত শিক্ষার্থী সহ হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে বাঁশের সাঁকো। জনগুরুত্বপূর্ণ এ পুলটি নির্মানে কোন উদ্যোগ নেয়া হচ্ছনা বলে দাবি এলাকাবাসী। উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা ও কুমারখালী খালের উপরের এ বাঁশের সাঁকোটির অবস্থান। এ পুল দিয়ে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকাবাসি ঝুঁকি নিয়ে পারপার হচ্ছে। ইতোপূর্বে এখানে একটি কাঠের পুল থাকলে তার অস্তিত্ব বলতে কয়েকটি লোহার খাম্বা দৃশ্যমান রয়েছে। সাঁকোটির পশ্চিম পার্শ্বে রয়েছে পার কুমারখালী মাধ্যমিক বিদ্যালয় , ৩০ নং পার কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পার কুমারখালী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক একরামুল কবির বলেন, এ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন কমপক্ষে ২ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। যেকোন মূহুর্তে দূর্ঘটনার আশঙ্কায় অনেক শিক্ষার্থী সাঁকো দিয়ে পারাপার হতে চায়না। কুমারখালীর ইউপি সদস্য প্রিন্স হোসেন ও গড়ঘাটার ইউপি সদস্য মো. হাসিব শেখ জানান, জোড়া তালির মাধ্যমে সাকোটি চলাচলের জন্য সচল রাখা হয়েছে। পুনঃনির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, সরকারী বরাদ্ধ পেলে পুলটি নির্মানে পদক্ষেপ নেয়া হবে।