সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

বড়লেখায় ভুঁইয়া সম্প্রদায়ের মহাসমাবেশ ও রংসভা

ফয়সাল মাহমুদ বড়লেখা (মৌলভীবাজার) :
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বাংলাদেশের ১১৮টি চা বাগান নিয়ে গঠিত বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায় উন্নয়ন সংগঠন। ১১৮টি চা বাগান নিয়ে বাংলাদেশ ভুঁইয়া সমাজ উন্নয়ন সংগঠন সিলেট অঞ্চলের মহাসমাবেশ ও রংসভা রোববার (২৩শে জানুয়ারি) বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান মাঠে ভুঁইয়া ধর্মাবলম্বীদের এক অনাড়ম্বর মিলনমেলা তথা মতবিনিময় ও ধর্ম সভা অনুষ্ঠিত হয়। নিউ সমনবাগ চা বাগান ভুঁইয়া সম্প্রদায়ের আয়োজনে সমিরুন ভুঁইয়ার সভাপতিত্বে ও বাবুরাম ভূঁইয়া ও সুমন ভুঁইয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুঁইয়া সমাজের লোকদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ও মৌলভীবাজার জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুঁইয়া সম্প্রদায়ের মাঝে বক্তব্য রাখেন, সমাজসেবক ও ছাত্রনেতা মাসুম আজির। এছাড়া ভুঁইয়া সম্প্রদায়ের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায় উন্নয়ন সংগঠন সিলেট অঞ্চলের সভাপতি অনিরুদ্ধ ভুঁইয়া ও সংগঠনের সাধারণ সম্পাদক মহাদেব ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাথরিয়া চা বাগান সভাপতি মহনলাল ভুঁইয়া, সাবেক কাতনপার বাগান সভাপতি উদিত ভুঁইয়া, রাতুল ভুঁইয়া দেওয়ান্ডি ভুঁইয়া -যুবনেতা, কুমারপার চা বাগানের জুগেশ ভুঁইয়া, দেওরাচড়া চা বাগানের দুই নেতা অজিত ভুঁইয়া, কাপাই বাগানের বর্তমান মেম্বার আগ্নু ভুঁইয়া, জুড়ী ভ্যালির যুবক কমিটির সভাপতি চড়ক ভুঁইয়া, বাংলাদেশ ভুঁইয়া সম্প্রদায় সিলেট অঞ্চলের অর্থ সম্পাদক মাহারাপুর চা বাগানের নেতা সুজিত ভুঁইয়া, লংলা ভ্যালির সভাপতি স্বপন ভুঁইয়া, সনচড়া চা বাগানের ভুঁইয়া সমাজের নেতা বাবুল ভুঁইয়া, রাজকি চা বাগানের সজল ভুঁইয়া প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com