যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৪ হাজার ১০৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৫ হাজার ৩৫৩ জন। একইসময় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৯৯ জন। ফলে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৯ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১০৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ২৯৯ জন।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৫ হাজার ৩৫৩ এবং মারা গেছে ৯৭ হাজার ৬৫৫ জন।
দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৩ হাজার ২২৮ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১১ লাখ ৪৪ হাজার ৪৭০। তবে ১৭ হাজার ১০৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক বেশি।
এমআর/প্রিন্স