রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

শিল্পী সুমন আজিজের ইন্তেকালে বিসিএ’র শোক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বাংলাদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনের প্রিয়মুখ গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সুমন আজিজ ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)।
শিল্পী সুমন আজিজের ইন্তেকালে গত ২৬ জানুয়ারি বুধবার শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট বাচিক শিল্পী জনাব শরীফ বায়জীদ মাহমুদ ও সেক্রেটারি জনাব ইবরাহীম বাহারী। শোক বিবৃতিতে তারা বলেন, সুমন আজিজ তার সুরেলা কণ্ঠের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহবান করেছেন। আল্লাহ তার সকল নেক আমল কবুল করুন এবং গুণাহ খাতা মাফ করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন। আমীন
রাজশাহী মহানগরী: ইসলামি গানের কিংবদন্তি শিল্পী রাজশাহী মহানগরীর প্রত্যয় শিল্পী গোষ্ঠির সাবেক পরিচালক বিশিষ্ট গীতিকার, সুরকার, শিল্পি ও সংগঠক সুমন আজিজ (৪৭) এর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষের সদস্য মাওলানা ড. কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল। এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। তার মৃত্যুতে ইসলামী সংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হলো। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তৌফিক দান করুন।’
উল্লেখ্য, সুমন আজিজ আজ সকাল১১টায় কাদিরগঞ্জ ঈদগাহ ময়দানে জানাজা শেষে হাতেম খাঁ গোরস্তানে দাফন করা হয়। জানাজা পূর্ব বক্তব্য রাখেন জামায়াতের মহানগরীর আমির মাওলানা ড.কেরামত আলী, চাঁপাইনবয়াবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর, মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, রাবি প্রফেসর ড.শাহ্ হোসেন আহমেদ, যুব সম্পাদক জসিম উদদীন সরকার, মাওলানা রুহুল আমিন, মাওলানা কাওসার হসেন ,শিল্পী ইউসুফ বকুল প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com