নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুই চোখ বিহীন ও বিকৃত মুখ বিহীন ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ছাগলের এই বাচ্চাটিকে একনজর দেখতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। গত বুধবার (২৬ জানুয়ারি) ওই ইউনিয়নের উত্তরপাড়া এলাকার আবু-বকর সিদ্দিক এর বাড়িতে এ ছাগলের বাচ্চাটির জন্ম হয় বলে জানা যায়। ছাগল মালিক আবু-বকর সিদ্দিক বলেন, আমি গত পাঁচ বছর যাবত ছাগল লালন-পালন করি। দেশি জাতের একটি ছাগল থেকে চোখ ছাড়া ও বিকৃত মুখ নিয়ে এ ছাগলের বাচ্চাটির জন্ম হয়। ছাগলের বাচ্চাটির শরীর, পা ও কান স্বাভাবিক আছে। দুই চোখ বিহীন বিকৃত মুখে দুটি জিহ্বা ও চার-পাঁচটি দাঁত থাকলেও বাচ্চাটিকে হাত দিয়ে ধরে খাওয়ানো যাচ্ছেনা। এ ভাবে না খেয়ে আর কতদিন বাঁচতে পারবে আল্লাহ জানে! স্থানীয়রা বলছেন এমন ছাগলের বাচ্চা আগে কখনও দেখিনি। আল্লাহর কাছে প্রার্থনা বাচ্চাটি বেঁচে থাকুক। দুই চোখ বিহীন ও বিকৃত মুখ ওয়ালা ছাগলের বাচ্চাটি দেখার জন্য অনেক লোক আসছে। এ ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজহার বলেন, বিভিন্ন স্থান থেকে প্রায়ই খবর পাওয়া যায় এমন কিছু পশু জন্ম নিয়েছে। এটি আসলে জীনগত ত্রুটির কারণে হয়ে থাকে।