সীতাকুন্ড সমিতি-চট্টগ্রামের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরের জামালখানস্থ চিটাগং সিনিয়র্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক আবুল মনছুর ভূইয়া। এ সময় সাবেক ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড মো. আজম, যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি ম্যাগী এন্ড লীজ কর্পো. (প্রা.) লি: এর চেয়ারম্যান এনামুল আজিজ চৌধুরী, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংকার লায়ন মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তফজল হক, রামগড় সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, নির্বাচন কমিশনার ও সিনিয়র এডভোকেট ভবতোষ নাথ, সমিতির হিসাব কমিটির প্রধান ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ননী গোপাল দেবনাথ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আহমেদ শাহীন আল রাজী, ইসলামী ব্যাংক বান্দরবান শাখার ম্যানেজার ছানাউল্লাহ মাসুদ ও শিক্ষানুরাগী খোরশদ আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী চট্টগ্রাম শহরে সীতাকু- সমিতির স্থায়ী কার্যালয় করার বিষয়টি সবচে’ গুরুত্ব পাবে উল্লেখ করে এই স্বপ্ন বাস্তবায়ণে সমিতির সাবেক নেতৃবৃন্দ, সর্বস্তরের সদস্য ও সূধিজনের সহায়তা কামনা করেন। তিনি সীতাকুন্ড সমিতিকে জবাবদীহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির নেতৃত্বে সীতাকুন্ড সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করে বলেন, এই সমিতি গরীব অসহায় সীতাকু-বাসীর পাশে দাঁড়াবে। বক্তারা চট্টগ্রাম শহরে সমিতির স্থায়ী কার্যালয় বা জমি ক্রয়ের উপর জোর দেন। অনুষ্ঠানে নির্বাচনে দায?িত্ব পালনকারী কর্মকর্তাদের ক্রেস্ট উপহার দেয়া হয়। গত (৮ জানুয়ারি) সীতাকু- সমিতি-চট্টগ্রাম এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত নির্বাচনে আগেই বিনা প্রতিদ্বন্ধীতায় বিশিষ্ট শিল্পপতি লায়ন মীর্জা মো.আকবর আলী চৌধুরী সভাপতি, বিশিস্ট ব্যবসায়ী হাজী মো. মহিউদ্দিন সিনিয়র সহ-সভাপতি, লায়ন নাছির উদ্দিন মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চট্টগ্রাম শহরে বসবাস ও কর্মরত সীতাকু-বাসীকে নিয়ে সীতাকুন্ড সমিতি-চট্টগ্রাম-এর যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালের ১২ নভেম্বর।