গোটা পৃথিবী জুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৪৩ হাজার ৯৭৫ জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৩ হাজার ৯৭৯ জন ।
দক্ষিণ আমেরিকায় প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসছে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার এ দেশটি অল্প কয়েকদিনের মধ্যেই রাশিয়া, স্পেন, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও ফ্রান্সকে টপকে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসেছে। শুধু যুক্তরাষ্ট্র এখন তাদের উপরে অবস্থান করছে।
ওর্য়াল্ডও মিটারের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল পর্যন্ত করোনাভাইরাসে এখন পর্যন্ত তিন লাখ ৪৩ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর একই সময়ে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৯১ হাজার ৪৮৭ জন।
এমআর/প্রিন্স