গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাঝি মঙ্গলবার দুপুরে গুলশান ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী……রাজিউন। মৃত্যু কালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা জ্ঞানী গুণীগ্রাহী রেখে যান। বুধবার বিকেলে জামালপুর আর. এম বিদ্যাপিট মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাযে জানাযা শেষে লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্যঃ তিনি নরসিংদী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জি.এস, ৭১ সালে স্বাধীনতা যোদ্ধের সময় দেশের ক্লান্তিলগ্নে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধ কালীন কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। পরে ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসসাদিকজামান, জেলা আ’লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ আমানত হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মস্তফা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস. এম রবিন হোসেন, উপজেলা আ’লীগে সধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরী, নরসিংদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দীন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।