সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের উদ্দ্যেগে ঢাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে মুজিববর্ষ ও জাতীয় শিক্ষক দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও গুনিজনা সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়া এ্যাওয়ার্ড পেলেন দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী রাবেয়া ফেরদৌস রুশি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপচার্য্য অধ্যাপক ড. মোঃ শহীদুর রশিদ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচীব পীরজাদা শহিদুল হারুন, পিআইবি’র সাবেক মহা-সচিব হেড অব নিউজ, বাংলা ভিশন ড. আব্দুল হাই সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টাসাবেক তথ্য সচীব সৈয়দ মার্গুব মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশনের মহা-সচিব মোঃ আর. কে. রিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসান আলম সুমন। প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী বলেন, আইন ও সমাজ সেবায় যারা অগ্রণী ভূমিকা রেখে আসছেন অথচ তাদের মূল্যায়ন হয়নি এ ধরনের মানুষকে মূল্যায়র করার জন্য সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করছে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন। এই এ্যাওয়ার্ড তারা প্রতিবছর তৃনমূল পর্যায়ে আইনজীবী, সমাজ সেবকদের মাঝে প্রদান করে যাবে। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য, এ্যাডভোকেট রাবেয়া ফেরদৌস রুশি সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়ে তার অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, ইতিপূর্বে আমি বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ্যাওয়ার্ড পেয়েছি। পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত হত-দরিদ্র জনগোষ্ঠীকে আইনী সহায়তা দিয়ে আসছি যার কারণে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন আমার মূল্যায়ন হিসেবে এই পদক প্রদান করছে। তাদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।