সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

তিতাসে আশ্রয়ণ প্রকল্পে সেলাই মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দিতে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলিই মেশিন, কৃষি উপকরণ সহ বিভিন্ন প্রকার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮টি উপকারভোগী পরিবারকে সেলাই মেশিন, ২জন বয়োবৃদ্ধ মহিলাকে খাট, তোশক এবং ২০টি পরিবারকে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. মোর্শেদ, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ, উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসিম, উপসহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা এটিএম শাহ আলমসহ ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যবৃন্দসহ আরো অনেকে। উপজেলা নির্বাহী অফিসার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের স্বাবলম্বী করে তোলার জন্য সমাজের উচ্চবিত্ত মানুষদের এগিয়ে আসার জন্য আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com