হোমিওপ্যাথিক চিকিৎসকদের বর্তমান সংকট এ থেকে উত্তরণের উপায়সহ নানা বিষয় নিয়ে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে হোমিওপ্যাথিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর আয়োজনে গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাক্তার কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক জিএস ডাক্তার মাছুদুল হাসান। ডাক্তার ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আশরাফুল আলম মামুন, ডাক্তার শরিফুল ইসলাম, ডাক্তার আলী আকবর, ডাক্তার নিজাম উদ্দিন, নুরে আলম, মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ডাক্তার আবু তালেব। এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাছুদুল হাসান বলেন গরীব অসহায় মানুষের একমাত্র চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। অল্প টাকায় এ চিকিৎসার মাধ্যমে হাজারো মানুষ বেঁচে আছেন। তিনি এ পেশায় সকল চিকিৎসকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।