হিন্দু উত্তরাধিকার আইন বাতিলের চক্রান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ প্রতিবাদ করা হয়। এ সময় নারায়ণগঞ্জে মন্দির ভাঙচুর ও চট্টগ্রামের সীতাকু-ের ২২টি জেলে পরিবারকে পুড়িয়ে হত্যার ষড়যন্ত্রসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত ও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে পবিত্র শাস্ত্রের বিধান অনুসারে হিন্দু স¤প্রদায়ের তথা সনাতন সমাজের পরিবারগুলো শান্তিতে আছে। কিন্তু কতিপয় এনজিওসহ একটি বিশেষ মহলের কারসাজিতে তা বিনষ্ট করা এবং বাংলাদেশকে অচিরেই হিন্দুশূন্য করার ষড়যন্ত্র হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিপংকর শিকদার দিপু হিন্দু আইন পরিবর্তন আইন পাস না করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সা¤প্রতি বিভিন্ন সময় সহিংসতা ও প্রত্যেকটি হামলার ঘটনার আইনগত ব্যবস্থা নিশ্চিতসহ সরকারের নির্বাচনি ইশতেহার মোতাবেক সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।