শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

জামালপুরে বিএনপির সংবাদ সম্মেলন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

অতিতের ট্যাক্স নির্ধারনের ধারাবাহিকতা অনুসরন না করে আকাশচুম্বি ট্যাক্স নির্ধারন করা এবং কবরস্থানকে ৫ ফুট উঁচু করাটা অসামঞ্জস্যপূর্ন বলে জামালপুর পৌরসভার মেয়র কর্তৃপক্ষের কর্মকান্ডের সমালোচনা করে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা বিএনপি।গত বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র অ্যাডাভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্যে বলেন, “জামালপুর পৌর কবরস্থান একটি প্রাচীন কবরস্থান। পৌরবাসী এই গোরস্থানকে একটি আবেগ- অনুভূতি ও স্মৃতি বিজড়িত পূণ্যস্থান হিসেবে গন্য করে। ইতিমধ্যে পৌরসভা কর্তৃক বোল্ডডোজার চালিয়ে সমস্ত কবরকে ধসিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সম্ভবত ৫ ফুট উচু করে মাটিও ফেলা হবে। এতে পৌরবাসীর মনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।”তিনি আরো বলেন, “কবরস্থানকে ৫ ফুট উচু করাটা অসামঞ্জস্যপূর্ন। এতে আশেপাশের এলাকাগুলো নিচু হয়ে যাবে এবং জলাবদ্ধতাসহ এলাকাবাসীর নানা অসুবিধা হবে।”এছাড়া “অতিতের ট্যাক্স নির্ধারনের ধারাবাহিকতা অনুসরন না করে আকাশচুম্বি ট্যাক্স নির্ধারন করা হয়েছে। যদিও ট্যাক্সের বিষয়ে মাইকের মাধ্যমে কিছুটা নমনীয় হওয়ার ঘোষনা দেওয়া হয়েছে।”সাবেক মেয়র ওয়ারেছ আলী মামুন সংবাদ সম্মেলনে অতি দ্রুত কবরস্থানের বাধানো কবরগুলো সংরক্ষণ করে উত্তর-পশ্চিম দিকে জায়গা ক্রয়ের মাধ্যমে সমস্যা সমাধান এবং পৌরবাসীর কথা চিন্তা করে ট্যাক্স নির্ধারনের দাবি জানান।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com