শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই দিনব্যাপী বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর উদ্দ্যেগে দিনাজপুর নাট্য সমিতির চত্বরে দুই দিন ব্যাপী বই মেলা ও নাট্য সমিতির মঞ্চে জোটভুক্ত ২০টি সংগঠনের শিল্পীরা শহীদ দিবসের সংগীত পরিবেশন করে। সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ রহমত। বই মেলার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাবেক সভাপতি মরহুম মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র সহধর্মীনি বিশিষ্ট নারীনেত্রী মির্জা কোহিনুর ইসলাম। প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আব্দস ছালাম, জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সনৎ চক্রবত্তী লিটু, বৈকালী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, গবেষক সাহিত্যিক আজহারুল আজাদ জুয়েল বিশিষ্ট কবি সাহিত্যিক জলিল আহম্মেদ কবি ও গবেষক বিধান দত্ত, কবি ও নাট্য কর্মী ওয়াসিম আহম্মেদ শান্ত। দ্বিতীয় দিনে নবরূপী, উদিচি নৃত্য বিতান, বৈকালী নাট্য গোষ্ঠী, নজরুল পরিষদ, দোলোন চাপা, জাতিয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, মনি মেলা, আবৃত্তি কানন, অগ্নিলা নৃত্য নিকেতন, গ্যালারী ষড়ং, শিল্পী কল্যাণ পরিষদ, বেতার টেলিভিশন শিল্পী সংস্থা, অম্বিকা সাংস্কৃতিক পরিবার, পাতা সাহিত্য পরিবার ও রাঙ্গামাটি (চট্টগ্রাম) হতে আগত শিল্পীদল। বই মেলায় দিনাজপুরের লেখক বিধান দত্ত, অদিতি রায়, কথা সাহিত্যিক বিশ্বজিৎ দাস, বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় কবি অজিত রায়, আজহারুল আজাদ জুয়েল, ড. আব্দুস ছালাম, উচিতি শিল্পীগোষ্ঠী, সুইহারী সংগীত নিকেতন কবি মেহেনাজ পারভিন, পরিমল রায়ের রচিত বইয়ের স্টোল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মঞ্চে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুনু-উর-রশিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com