২৭ ফেব্রুয়ারী রবিবার বিত্তহীন ভাগ্যেদয় সংগঠন (বিভাস) বিরল দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বিত্তহীন ভাগ্যেদয় সংগঠন (বিভাস) এর নির্বাহী পরিচালক এবং বিরল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছাঃ সুফিয়া নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন বিরল পৌরসভার মেয়র ও বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিরল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রমা কান্ত রায়। এসময় উপস্থিত ছিলেন বিরল উপজেলা শাখার যুবলীগ সভাপতি আব্দুল মালেক সহ কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল হাই। বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি শিক্ষা উপকরণ প্রদান করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারের নির্দেশ মতো আর্থ সামাজিক উন্নয়নে এবং দারিদ্র বিমচন এর জন্য তৃনমূল পর্যায় বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করে আসছে। বিশেষ অতিথি রমা কান্ত রায় বলেন, সরকার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা প্রদান করছে। বিনামূল্যে বই, উপবৃত্তি প্রদান করছে নারী শিক্ষার্থীদের মাঝে। বিভাস’র নির্বাহী পরিচালক মোছাঃ সুফিয়া নাহার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে ইতিপূর্বে নারী শিক্ষার্থীদের মাঝে ১৬টি বাইসাইকেল প্রদান করেন প্রধান অতিথি নৌ-পরিবহন প্রতিমন্ত্রি খালেদ মাহমুদ চৌধূরী এমপি।