কুমিল্লার তিতাসে ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও পালিত হয়েছে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’। ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিক সমিতির (বাডাস) এর ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাব-অধিভুক্ত “তিতাস ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, র্যালী, দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। তিতাস ডায়াবেটিস সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা: মোঃ. সরফরাজ হোসেন খান, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সেতারুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তিতাস ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সহ সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার পূর্বে গৌরিপুর-হোমনা সড়কে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। জুনিয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন।